বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা *** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ

ভিজিএফ কর্মসূচির ৩৪৮ মণ চাল উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন সংলগ্ন বাজার থেকে ৩৪৮ মণ ভিজিএফের চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর আহমেদ।

বৃহস্পতিবার (১৩ই জুন) দুপুরে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশের বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

সরকারি সিল সংবলিত পাটের এবং প্লাস্টিকের বস্তায় রাখা প্রায় ২৭৯ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। মোট চালের পরিমাণ ৩৪৮ মণ।

ইউপি সচিব আতাউর রহমান মন্ডল, ট্যাগ অফিসার আবুল হোসেন এবং মোহনগঞ্জ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম স্বাক্ষরিত একটি তালিকায় দেখা গেছে জব্দকৃত ১২২ বস্তা চাল পরিষদের স্টোরে জমা করা হয়েছে। বাকি ১৫৭ বস্তা চাল দোকান ঘরে রেখে সিলগালা করে দেওয়া হয়েছে।

মোহনগঞ্জ ইউনিয়নে চাল বিতরণের দায়িত্বে থাকা উপজেলা দারিদ্র্যবিমোচন কর্মকর্তা আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আনোয়ার হোসেন উপস্থিত না থাকায় আমি পৌঁছার আগেই মাসুদ নামে এক যুবক চাল বিতরণ শুরু করেন। একটি ভ্যানে করে চালের বস্তা নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বাজারে অভিযান চালিয়ে গোডাউন সদৃশ দোকান থেকে চালগুলো জব্দ করেন।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ গণমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যারাই এ কাজের সঙ্গে জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

এইচআ/  আই.কে.জে

উদ্ধার ভিজিএফ চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন