ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরাবাসীদের জন্য বঙ্গবাজারের আদলে উত্তরার ৩ নম্বর সেক্টরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে 'হিমালয় বঙ্গবাজার' নামের বিপনি-বিতান। এই প্রাণবন্ত 'বাজারকে' ফ্যাশন ও জুতার সাম্রাজ্য বলা যায়।
গুলিস্তানের বঙ্গবাজারের মতোই এই বিপনি-বিতানে সাশ্রয়ী মূল্যের মধ্যে বৈচিত্র্যময় সামগ্রী পাওয়া যায়। এখানে পা রাখার সঙ্গে চোখে পড়বে নারীদের কাপড়ের বিশাল সংগ্রহ। রপ্তানিযোগ্য গার্মেন্টসের কাপড় যেমন ব্লাউজ, টি-শার্ট, ট্যাংক টপস, পালাজ্জো, স্কার্ট- এসব অনায়াসেই পেয়ে যাবেন এখানে।
এখানে সুলভমূল্যে ঈদের কেনাকাটা করা সম্ভব। আপনি যদি ভিন্ন রকম কিছুর সন্ধানে থাকেন, তবে এখানকার দোকানগুলোতে সেকেন্ড হ্যান্ড জিন্স, লেগিংস, আরামদায়ক কার্ডিগান, স্টাইলিশ ডেনিম, কুর্তি এবং জগার- এসব দেখতে পারেন। সাশ্রয়ী মূল্যে আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে ওয়ার্ক আউট টপস, ইয়োগা প্যান্ট সবই পাবেন এখানে।
গুলিস্তান বঙ্গবাজারের মতো হিমালয় বঙ্গবাজারে কম দামের মধ্যে পাবেন খুব ভালো মানের পোশাক। সম্প্রতি বাজারে মূল্য বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এখানে বেশ কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায়। এখানে ১৫০ টাকার মধ্যে বেশ স্টাইলিশ টি-শার্ট পাবেন। আর ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাবেন ট্রেন্ডি ট্যাংক টপস। এক জোড়া সুন্দর ডেনিমের জন্য আপনাকে ৮০০ টাকার বেশি খরচ করতে হবে না।
বুধবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন এই বাজার খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আজমপুর বাসস্ট্যান্ড ও রাজলক্ষ্মী কমপ্লেক্সের মাঝে অবস্থিত এই মার্কেট খুব সহজেই খুঁজে পাওয়া যায়।
রবি.হক/এইচ.এস
খবরটি শেয়ার করুন