ইরানের রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইরান সরকার। ইরানের দাবি, এসব অ্যাপের মাধ্যমে ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এ সতর্কবার্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।
গতকাল মঙ্গলবার (১৭ই জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে সিএনএন জানায়, দেশটির সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ অন্যান্য ‘লোকেশন-ভিত্তিক অ্যাপ’ ব্যবহার না করার জন্য সতর্ক করেছে। ইরানি সরকারের দাবি, এসব অ্যাপ ইসরায়েলের ‘মূল হাতিয়ার’। এ অ্যাপগুলো ব্যবহার করে ইসরায়েল ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে।
এ ঘোষণার পরই এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে এমন একটি সময়ে আমাদের সেবা বন্ধ করে দেওয়া হতে পারে—যখন মানুষ সবচেয়ে বেশি আমাদের দরকার।’
তিনি আরও বলেন ‘আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান (প্রিসাইস লোকেশন) ট্র্যাক করি না। আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে যেসব বার্তা আদান-প্রদান করেন, সেগুলো সম্পূর্ণভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ বার্তাগুলোর প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউই তা দেখতে পান না—এমনকি হোয়াটসঅ্যাপও না।’
খবরটি শেয়ার করুন