রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকা থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ, চুক্তি স্বাক্ষর *** অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াজ, সংশোধিত আইনে প্রথম আদেশ *** গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি হয়েছে, গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জামায়াতকে আমি অসম্ভব পছন্দ করি, অসম্ভব ভালোবাসি নেতাদের: ফরহাদ মজহার *** ব্রহ্মপুত্রের উজানে চীনের বাঁধ নির্মাণ শুরু, ভারত-বাংলাদেশের উদ্বেগ *** তারেক রহমানের কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি: মির্জা ফখরুল *** ভারতের সঙ্গে আফগানিস্তান, শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল *** গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জীবন, কাটছে আতঙ্ক *** বাসায় ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা *** রাজনৈতিক দলকে সেনাবাহিনীর বাস সরবরাহের দাবি নিয়ে যে ব্যাখ্যা দিল আইএসপিআর

বাসায় ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন বাসায় ফিরেছেন। আজ শনিবার (১৯শে জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফেরেন তিনি।

রাজধানীর মালিবাগের বাসা থেকে গতকাল শুক্রবার (১৮ই জুলাই) বিকেল ৪টার দিকে আজাদ হোসেন বেরিয়ে আর না ফেরায় আজ শনিবার বেলা ১১টার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন প্রসূন। তাতে তিনি বলেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’

এর দেড় ঘণ্টা পর ফেসবুকে দেওয়া আরেক পোস্টে অভিনেত্রী বলেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যে কোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেননি।’

বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন গণমাধ্যমকে বলেছিলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন, এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবেন। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইল ফোনও বাসায় রেখে যাওয়ায় তার সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’

এ ঘটনায় আজ প্রসূনের মা শাহানা বেগম ঢাকার শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার ঘণ্টাখানেক পরই বাসায় ফেরেন আজাদ হোসেন।

এ বিষয়ে প্রসূন বলেন, ‌‘বাবা নিজেই বাসায় ফিরেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাকে এখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি ফিরেছেন, এটাই বড় কথা।’ প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন এবং মা শাহানা বেগম—দুজনেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন। এরপর একাধিক নাটকে ও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। পরে হঠাৎ অভিনয় জগৎ থেকে দূরে চলে যান প্রসূন। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রে তাকে আবার দেখা যায়।

জে.এস/

প্রসূন আজাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন