রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ *** ফিলিস্তিন স্বাধীন হলে গ্যাসক্ষেত্র থেকেই বছরে আয় করবে ৪০০ কোটি ডলার *** ফোন করে জামায়াতের আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

বাংলাদেশ সফর এক বছর পেছাল ভারত

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। ফাইল ছবি

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি নিয়ে আগেই সংশয় তৈরি হয়। যা অস্বীকার করেননি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তবে এবার বাংলাদেশ সফর এক বছর পিছিয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছরের সেপ্টেম্বরে আসবেন রোহিত শর্মা-সূর্যকুমার যাদবরা। সূচিতে পরিবর্তন হলেও ম্যাচের সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি থাকছে ভারতের বাংলাদেশ সফরে।

এক বিবৃতিতে আজ বিসিসিআই জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই সফরটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুই দলের আন্তর্জাতিক ব্যস্ততা ও পারস্পরিক সুবিধার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী বছরের সেপ্টেম্বরে প্রতীক্ষিত এ সিরিজে ভারতীয় দলকে স্বাগত জানাতে মুখিয়ে আছে বিসিবি। সফরের পুনঃনির্ধারিত সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

মিরপুর ও চট্টগ্রামে আগস্টের তৃতীয় ও শেষ সপ্তাহে ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ ও ভারতের। গত ৩০শে জুন বোর্ড সভার পর বিসিবির সভাপতি বলেছিলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আলাপ করেছি। ইতিবাচক আলোচনা হচ্ছে। আলোচনা শেষ হয়ে যায়নি। পরের সুবিধাজনক উইন্ডোতে নিশ্চয়ই হবে। তারা খুব পেশাদার ও সহযোগিতাপূর্ণ। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। আমাদের যে পর্যায়ে আলোচনা হয়েছে, আমরা আশাবাদী।’

২০২২ সালের ডিসেম্বরে সবশেষ বাংলাদেশ সফর করেছিল ভারত। সেবার টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছেন সফরকারীরা।

জে.এস/

ভারতীয় ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন