শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

আনন্দে ভরপুর ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদের মতো বড় উৎসবে দেশের কয়েকটি টিভি চ্যানেল তার দর্শকদের বাড়তি আনন্দ দিতে ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করে থাকে। ঈদের এ আয়োজনগুলো হয়ে থাকে আনন্দে ঠাসা। আনন্দ উদযাপনের মাধ্যমে অনুষ্ঠানগুলো নানা অসংগতিও তুলে ধরে থাকে। এবারের ঈদেও এর ব্যতিক্রম হচ্ছে না। ঈদের বিশেষ সেই ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে এ আয়োজন। 

চমক নিয়ে বিটিভিতে আনন্দমেলা

এবারের বিটিভির ‘আনন্দমেলা’য় থাকছে চমৎকার পর্ব। যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ অন্যান্য তারকার মেলা বসবে। সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় এবারের ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তিশা। তার সঙ্গে থাকছেন অভিনেতা ইন্তেখাব দিনার। 

এ আয়োজনে শাকিব খান ছাড়াও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিন নৃত্য পরিবেশনা। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গানটি। সেই সঙ্গে থাকছে ব্যান্ড দল ওয়ারফেজের পরিবেশনা। এ ছাড়া থাকছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। 

পাঁচফোড়নে জমজমাট পরিবেশনা

ঈদের বিশেষ পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের পর দিন রাত ৮টা ৫০ মিনিটে। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় সাজানো হয়েছে ঈদের আয়োজন। তাদের বিভিন্ন আলাপনের ফাঁকে ফাঁকে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। 

এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তারকা অভিনেতা ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিন এবং তাদের গৃহ সহকারীর ভূমিকায় ছিলেন অভিনেত্রী শিউলী শিলা। এবারের পাঁচফোড়নে গান থাকছে ৩টি। দুটি মিষ্টি প্রেমের গান এবং একটি ফোক গান। 

একটি গান গেয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সাব্বির জামান ও সিঁথি সাহা। আরেকটি গেয়েছেন কণ্ঠশিল্পী কিশোর দাস ও লিজা। অসংখ্য জনপ্রিয় লোকগানের গায়ক কিরণ চন্দ্র রায় গেয়েছেন একটি ফোক গান। 

জিন্দা পার্কে কৃষকের ঈদ আনন্দ

এবারও টিভি ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ করেছেন ‘কৃষকের ঈদ আনন্দ’। তার এ আয়োজনের পুরোটায় রয়েছে মাটির গন্ধ আর নানা পদের খেলা। তবে এবার জায়গাটা ছিল একটু আলাদা, একটু বেশি প্রাণবন্ত জিন্দা পার্ক। 

আয়োজনে খেলাগুলোর মধ্যে থাকছে বৃক্ষমানবের দৌড়, তুলার খাঁচায় চাবি খোঁজা, শিশুদের প্রতিযোগিতামূলক বল খোঁজা, লুঙ্গিবাইচ, লেকের পাড়ে বউ সাজানো, তৈলাক্ত কলাগাছ ঝুলে লেক পার হওয়া। খেলা শুরু হয় ‘বৃক্ষমানবের দৌড়’ দিয়ে। অনুষ্ঠানটি ঈদের পরদিন বেলা ৪টা ৩০ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে।

এইচ.এস.

ঈদ আয়োজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন