সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

মাতারবাড়ী-মহেশখালীকে সিঙ্গাপুর বানাতে চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৪ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৫

#

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি (সংগৃহীত)

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কক্সবাজার জেলার মাতারবাড়ী-মহেশখালীকে নতুন সিঙ্গাপুর বানাতে চান বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নে ১৪ হাজার কোটি ডলারের মতো বিনিয়োগ প্রয়োজন হবে। কীভাবে এখানে বিনিয়োগ আনা যায়, প্রধান উপদেষ্টার জাপান সফরে সেটি গুরুত্ব পাবে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার (২৭শে মে) বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত দুইটায় প্রধান উপদেষ্টা জাপানের উদ্দেশে রওনা হবেন। ৩১শে মে তার দেশে ফেরার কথা রয়েছে।

মাতারবাড়ী-মহেশখালী সমন্বিত উন্নয়ন উদ্যোগের ওপর প্রধান উপদেষ্টা খুব জোর দিচ্ছেন বলে জানান তার প্রেস সচিব। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে বড় বড় কনটেইনার জাহাজ ভিড়বে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সমস্যা হচ্ছে ১১-১২ মিটারের বেশি ড্রাফটের (গভীরতা) জাহাজ এখানে ভিড়তে পারে না। মাতারবাড়ীতে ২০ মিটার ড্রাফটের জাহাজও ভিড়তে পারবে।

মাতারবাড়ী-মহেশখালী সমন্বিত উন্নয়ন উদ্যোগের আওতায় সেখানে ছয় লেনের মহাসড়ক ও ছয়টি বন্দর টার্মিনাল হবে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, মাতারবাড়ীতে যখন ছয়টি টার্মিনাল হয়ে যাবে, তখন বাংলাদেশ থেকে আর সিঙ্গাপুরে পণ্য পাঠাতে হবে না। সিঙ্গাপুর থেকে বিশ্বের বড় বড় বন্দরে পণ্য পাঠানো হয়। এ কাজ তখন সরাসরি মাতারবাড়ী থেকে হবে।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার পরিকল্পনা হচ্ছে মাতারবাড়ী-মহেশখালীকে নতুন সিঙ্গাপুরে রূপ দেওয়া। একটা বন্দরকে ঘিরে সিঙ্গাপুরের চেহারা পাল্টে গেছে। একইভাবে দুবাইও বদলে যায়। উনি চাচ্ছেন, মাতারবাড়ীতে একটি সুশৃঙ্খল নগর হবে। এখানে বিদ্যুৎকেন্দ্র থাকবে; লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং ও এনার্জি হাব (কেন্দ্র) হবে। এগুলোর জন্য প্রধান উপদেষ্টা জাপান সফরে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করবেন।

এইচ.এস/

প্রেস সচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন