বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

২০২৪ সালে ব্রিটেনে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখ আট হাজার, যাদের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। সরকারের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পাকিস্তানি আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪২ জনে। উল্লেখযোগ্য হারে আবেদন বেড়েছে ভিয়েতনামিজ নাগরিকদেরও। ২০২৪ সালে ভিয়েতনামিজ নাগরিকদের আবেদন ১১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৯টিতে। খবর আরব নিউজের।

তবে ব্রিটেনে এখন পর্যন্ত আশ্রয় চেয়ে সবচেয়ে বেশি আবেদন করেছেন পাকিস্তানিরা, দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান, তৃতীয় ইরান এবং চতুর্থ বাংলাদেশ। ২০২৩ সালে পাকিস্তান থেকে ১০ হাজার ৫৪২টি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা পড়েছে। আগের বছরের তুলনায় যা ৮০ শতাংশ বেশি।

ব্রিটেনের সরকারি তথ্যে বলা হয়েছে, ২০২৪ সালে মোট আশ্রয়প্রার্থীদের মধ্যে ৫৯ শতাংশই প্রাপ্তবয়স্ক পুরুষ। বয়স ও লিঙ্গভিত্তিক বিভাজনে দেখা যায়, ১৮ বছর বা তার বেশি বয়সী পুরুষ আবেদনকারীর সংখ্যা ৬৩ হাজার ৮৩৫ জন, যা মোট আবেদনের ৫৯ শতাংশ। একই বয়সের নারী আবেদনকারীর সংখ্যা ২৩ হাজার ৩৫১ জন, যা মোট আবেদনের ২২ শতাংশ। শিশুদের মধ্যে ১৭ বছর বা তার কম বয়সী ১২ হাজার ৬২২ জন পুরুষ (১২ শতাংশ) এবং ৮ হাজার ২৬৫ জন নারী (৮ শতাংশ) আশ্রয়ের আবেদন করেছেন।

এ ছাড়া ২০২৪ সালে অপ্রাপ্তবয়স্ক ও একক আশ্রয়প্রার্থীদের (আনঅ্যাকম্প্যানিড অ্যাসাইলাম সিকিং চিলড্রেন) পক্ষ থেকে ব্রিটেনে আবেদন জমা পড়েছে ৪ হাজার ১০৪টি, যা মোট আবেদনকারীর ৪ শতাংশ। এসব শিশুর মধ্যে ৭৬ শতাংশের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। ২০২৩ সালের তুলনায় এ ধরনের আবেদন ১৬ শতাংশ কমেছে, যার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে আফগান শিশু আবেদনকারীর সংখ্যা হ্রাসকে। ২০২৪ সালে আগের বছরের তুলনায় আফগান শিশুদের আবেদন কমেছে ৪৭ শতাংশ। অথচ ২০২৩ সালে আফগানিস্তান ছিল এই শ্রেণির শীর্ষ আবেদনকারী দেশ।

বাংলাদেশি পাকিস্তানি অভিবাসন ব্রিটেন রাজনৈতিক আশ্রয় পাকিস্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন