সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

র‍্যাবের নাম, পোশাক পরিবর্তন নিয়ে ৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১২ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। র‍্যাবের নাম ও পোশাক পরিবর্তনসহ সার্বিক বিষয়ে সুপারিশ দিতে একজন উপদেষ্টাসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (১২ই মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাব কী নামে হবে, এ নাম থাকবে কী  না, এ পোশাক কিংবা সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কো-অপ্ট করে সদস্য বাড়াতে পারবে।

উপদেষ্টা আরও বলেন, পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে, সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই পরিপ্রেক্ষিতে গত ২০শে জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয়। সে সময় বলা হয়, সম্পূর্ণ কালো রঙের পরিবর্তে ‘গ্রিন অলিভ’ রঙের পোশাক পাচ্ছে র‍্যাব।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, র‍্যাবের নাম পরিবর্তনসহ বাহিনীটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় নাম চূড়ান্ত হতে পারে। কী নাম হতে পারে, বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।

এইচ.এস/

স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন