শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

আমির নিজেও দুইবার বিচ্ছেদ চাননি, কিন্তু...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমির খান এখন ব্যস্ত তার নতুন ছবি ‘সিতারে জমিন পার’-এর প্রচারে। এর মধ্যে সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। 

আমির একাধিক বিয়ে ভাঙা প্রসঙ্গে বলেন, ‘ভারতে আসলে আমরা বিয়েকে খুব গুরুত্বসহকারে দেখি। যখন কারও বিয়ে ভেঙে যায় এবং বিবাহবিচ্ছেদ হয়, তখন লোকেরা এটি পছন্দ করে না। এটা আমি জানি। মানিও যে বিয়েকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়।’ খবর হিন্দুস্তান টাইমসের।

আমির আরও জানান যে দুবার বিয়ে ভেঙে যাওয়া তার পরিবারের জন্যও বড় ক্ষতি। অভিনেতা বলেন, ‘আমার পরিবারের কাছেও এটা খুব বড় একটা জিনিস। এই আমার যে বিয়ে রিনার সঙ্গে, তা টিকল না। কিরণের সঙ্গেও টিকল না। এটা তো আমাদের সবারই ক্ষতি। আমাদের পরিবারের জন্যও এটা এমন একটা ব্যাপার, যা নিয়ে আমরা খুশি নই। কিন্তু পরিস্থিতিই এ রকম হয়েছে যে এ ছাড়া কোনো উপায় ছিল না। আমি চাইলেই মানুষের সামনে দেখাতে পারতাম যে আমি আর কিরণ খুব খুশি। কিন্তু সেটা তো একটা মিথ্যা হতো।’

রিনার সঙ্গে প্রথম বিয়ে থেকে আমিরের দুই সন্তান জুনায়েদ ও ইরা। পরিচালক কিরণ রাওকে ২০০৫ সালে বিয়ে করেছিলেন আমির। ২০২১ সালে আলাদা হয়ে যান দুজন।

তাদের একটি ছেলে হয়, নাম আজাদ। চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে বান্ধবী গৌরী স্প্র্যাটকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। এরপর থেকে গৌরীর সঙ্গে একাধিক অনুষ্ঠানে গিয়েছেন তিনি।

এইচ.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন