ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস ট্রফিতে এ গ্রুপ থেকে দুই দলের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশও। বাদ পড়া এ দুই দলেরই বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) নামার কথা ছিল নিজেদের তৃতীয় ম্যাচে।
নিয়ম রক্ষার এই ম্যাচে আর খেলতে হলো না এ দুই দলকে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার হচ্ছে তুমুল বর্ষণ। বৃষ্টির কারণেই ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টাইগারদের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শেষ পর্যন্ত দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার আগের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশ হেরেছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই দুই দলের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তানও।
দুই দলের মধ্যে রান রেটে এগিয়ে থেকে ৩ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের নেট রান-রেট -০.৪৪৩ আর পাকিস্তানের -১.০৮৭।
গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ সব মিলিয়ে টুর্নামেন্টে এখন আছে সপ্তম স্থানে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হেরে যায়, তখন ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ।
হা.শা./কেবি
খবরটি শেয়ার করুন