মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা *** ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয় *** মৎস্য উন্নয়ন করপোরেশনে জনবল নিয়োগ *** স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়: ড. দেবপ্রিয় *** বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ–বাণিজ্য, বন্ধে প্রয়োজন কঠোর পদক্ষেপ *** হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন ড. ইউনূস

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণকে স্বস্তির মধ্যে আনতে হবে। গতকাল মঙ্গলবার (২২শে এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘সংস্কার ছাড়া আমরাও নির্বাচন চাই না। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দুটি কাজ হলো সংস্কার ও গণহত্যার বিচার করা। আমাদের পরিষ্কার কথা, সংস্কার এবং বিচার দুটোই সমান্তরালে চলবে।’

এ ছাড়া দোয়া অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান, নারায়ণগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমুখ।  

নুরুল হক নুর আরও বলেন, ‘দু্ই বারের বেশি যদি একটি লোক প্রধানমন্ত্রী থাকে, তাহলে আমরা মনে করি, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ, মিলাদ মাহফিল আর কবর জিয়ারত ছাড়া কোনো কাজ করতে পারে না। আমরা এখানে বলছি, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য দরকার। সংসদে যেন একক দলের আধিপত্য না থাকে।’

আরএইচ/

গণঅধিকার পরিষদ নুরুল হক নুর স্থানীয় সরকার নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন