মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

পর্নো দেখলে কী ক্ষতি হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৫

#

ছবি : সংগৃহীত

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছনোর সঙ্গে পর্নোগ্রাফি দেখার অভ্যাসে বদল এসেছে। এখন নিজের ফোন কিংবা কম্পিউটারেই দিব্যি একা বসে দেখা যায় এমন ভিডিও। কিন্তু পর্নো দেখলে শরীর ও মনের উপরে কেমন প্রভাব পড়ে? সে কথা জানতে ইচ্ছা করেছে কি কখনও?

অতিরিক্ত পর্নো দেখলে কল্পনা ও বাস্তবের মাঝে ফারাক করার ক্ষমতা কমে যেতে থাকে বলে বারবার বলছেন মনোবিদরা। এর জেরে মানসিক চাপ বাড়তে পারে। শরীর খারাপ হতে পারে। যৌন জীবনেও তার প্রভাব পড়ে।

নিয়মিত পর্নো দেখার অভ্যাস থাকলে আরও কয়েকটি কথা জেনে রাখা জরুরি—

১) এর জেরে পুরুষদের ক্ষেত্রে দেখা দিতে পারে শিথিল যৌনাঙ্গের সমস্যা। পর্নো দেখার অভ্যাস হয়ে গেলে সঙ্গমকালে বিশেষ সুখ হয় না অনেকের। কারণ, বাস্তবের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়। তার ফলে এমন অসুবিধা দেখা দিতে পারে।

২) অতিরিক্ত পর্নো দেখলে নেশা হয়ে যেতে পারে। সেই আসক্তি ছাড়াতে সমস্যা হয়।

৩) সমাজের বাকি সব কিছুর সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে পর্নোর আসক্তি। এর প্রভাব পড়ে কাজ থেকে শুরু করে সংসারেও।

৪) মানসিক স্বাস্থ্যের উপরে এ আসক্তির প্রভাব অনেকটা মদের নেশার মতো। অতিরিক্ত পর্নো দেখলে অন্যের ক্ষতি করার প্রবণতা দেখা দেয় বহু মানুষের মধ্যে।

৫) অতিরিক্ত পর্নো দেখলে যৌনসঙ্গমের জন্য একাধিক সঙ্গীর খোঁজ করার প্রবণতা দেখা দেয়। তার ফলে যৌনবাহিত রোগ হতে পারে।

ফলে পর্নো দেখার অভ্যাস থাকলে তা নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত পর্নো দেখার কারণে আত্মবিশ্বাস কমে যাওয়ার মতো সমস্যায়ও যে দেখা দেয়। এর প্রভাব গিয়ে পড়ে প্রতিদিনের জীবনে।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন