ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত নয় মাস ধরে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম। কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা চাকরি হারিয়েছেন, তা গণমাধ্যমের মালিক নিজেকে রক্ষায় ছাঁটাই করেছেন। তাদের চাকরিচ্যুত করার জন্য সরকারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি। গণমাধ্যম স্বাধীন মতপ্রকাশের জন্য একটি প্রাতিষ্ঠানিক রূপ পাক, সরকার তা চায়। তথ্য মন্ত্রণালয় ও প্রেস সচিব কোনো বাধা দেয়নি স্বাধীন গণমাধ্যমে।
আজ বৃহস্পতিবার (১৫ই মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই কর্তৃক আয়োজিত ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক আলোচনা সভায় প্রেস সচিব এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ১৬৭ জনের কার্ড বাতিল একটি ভুল ছিল, নতুন কমিটি ও সহজ সাংবাদিকবান্ধব নীতিমালা তৈরি করা হয়েছে, শিগগির স্বচ্ছ প্রক্রিয়ায় অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া শুরু হবে। আগে অ্যাক্রেডিটেশন কার্ড পেতে অনেক জটিলতা ছিল এবং এটি ছাত্রলীগের কিছু সদস্য ও আওয়ামী লীগের নেতারা নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতেন, যার মাধ্যমে সচিবালয়ে সহজে প্রবেশ করে লবিং করা হতো।
তিনি বলেন, এখন সেই প্রক্রিয়া বদলে দেওয়া হয়েছে, কার্ড শুধু প্রকৃত সাংবাদিকদেরই দেওয়া হবে। কার্ড হোল্ডারদের আগে বিদেশে যেতে হলে সরকারের অনুমতি লাগত, সরকারের প্রশংসা করতে হতো, এখন আর তার প্রয়োজন নেই।
প্রেস সচিব বলেন, ডেইলি স্টারের একটা রিপোর্টে এসেছে, ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আমরা স্বাগত জানাই, এমন রিপোর্ট আরও হওয়া উচিত।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন