ছবি: সংগৃহীত
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। ‘জিরো ডার্ক থার্টি’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘দ্য আইজ অব ট্যামি ফে’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত এ অভিনেত্রীর ক্যারিয়ারে এবার নতুন এক মাত্রা যোগ হতে যাচ্ছে।
শিগগিরই হলিউডের ওয়াক অব ফেম তারকা হিসেবে সম্মানিত হতে যাচ্ছেন জেসিকা। সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, আগামী ৪ঠা সেপ্টেম্বর বিশেষ এই সম্মাননা পেতে চলেছেন ‘ইন্টারস্টেলার’খ্যাত এ তারকা।
জেসিকা ২০০৮ সালে ‘জোলিন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। অভিষেকেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বিশেষভাবে দর্শকের নজর কাড়েন।
তার আগে ১৯৯৮ সালে মঞ্চে জুলিয়েট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে প্রথম অভিনয়ে হাতেখড়ি তার। ছয় বছর পর ২০০৪ সালে ইআর ও ভেরোনিকা মার্স সিরিজে অভিনয় করে টেলিভিশন সিরিজেও যাত্রা শুরু করেন এ তারকা।
তবে ২০২২ সালে এসে অভিনয়জীবনের সবচেয়ে বড় পুরস্কার অর্জন করেন জেসিকা। সে বছর ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘দ্য আইজ অব ট্যামি ফে’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জয় করেন চ্যাস্টেইন।
সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ. কেনেডি স্কুল অব গভর্নমেন্টে দুই বছরের মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এমপিএ) প্রোগ্রামে এ অভিনেত্রীর ভর্তি হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, শিক্ষাজীবনে জেসিকা চ্যাস্টেইন স্যাক্রামেন্টো সিটি কলেজ এবং আমেরিকান অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টসে পড়াশোনা করেছেন। পরে ২০০৩ সালে জুইলিয়ার্ড স্কুল থেকে নাটকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
চলচ্চিত্র ও থিয়েটারে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে জুইলিয়ার্ড তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। আর এবার তো হলিউড ওয়াক অব ফেমে সম্মানিত হওয়ার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে এ তারকা।
জে.এস/
খবরটি শেয়ার করুন