মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

মেট্রোরেলে মেলায় আসতে পেরে উচ্ছ্বসিত বইপ্রেমীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলা শুরু হলো বৃহস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি) । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বিকেল ৩টায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন। এরপর মেলা খুলে দেওয়া হয় সবার জন্য। এবছর মেট্রোরেল চালু থাকায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে খুব সহজেই মেলায় আসতে পারছেন বইপ্রেমীরা।

সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মেট্রোরেল স্টেশনে যাত্রীদের ভিড়। যাত্রীদের অধিকাংশই বইমেলাকে কেন্দ্র করে এসেছেন। অন্যদিনে এই স্টেশনে ভিড় না থাকলেও বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এই স্টেশনে আসছেন যাত্রীরা।


রাজধানীর কাফরুল থেকে এসেছেন শোয়াইব রাফি। তিনি বলেন, ‘আজ রাজধানীতে যানজট বেশি। বাসা থেকে বের হওয়ার কথা ছিল না। মেট্রোরেল চলবে দেখেই বের হয়েছি। এখানে বন্ধুরা আছে, তাদের সঙ্গে দেখা করে মেলায় ঢুকবো। ফেরার সময়ও মেট্রোরেলে যাবো।’

মিরপুর-১০ থেকে তিন বন্ধুর সঙ্গে এসেছেন রেদোয়ান। রেদোয়ান বলেন, ‘মেট্রোরেল থাকায় খুব তাড়াতাড়ি আসছি। নিচ দিয়ে (যাত্রীবাহী বাসে) এলে কমপক্ষে দুই ঘণ্টা লাগতো। অন্যবার মেলায় একবার বা দুইবার আসতাম। আশা করছি এবার মেলায় কয়েকবার আসবো। বিশেষ করে আসা-যাওয়ার যে সুবিধা সেটি ভালো লেগেছে।’

আরো পড়ুন: ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন পুতুল

টিএসসি মেট্রোরেল স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য পিন্টু বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলা একাডেমি থেকে চলে যাওয়ার পর মেট্রোরেলের যাত্রীরা আসতে শুরু করেন। দিনের অন্য সময় থেকে যাত্রী এখন বেশি। আজ থেকে তো বইমেলা শুরু, প্রতিদিনই এখন ভিড় হবে এই স্টেশনে।’

সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ মিলিয়ে আয়োজন হয়েছে এবারের বইমেলার। মেলায় ৬৩৫টি প্রকাশনীর ৯৩৭টি স্টল রয়েছে।

এইচআ/  আই.কে.জে/ 

মেট্রোরেল বইমেলা বইপ্রেমী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন