সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা

কমেছে কাঁচা মরিচের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে সেখানে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। স্থানীয় পর্যায়ে ভালো উৎপাদন ও সরবরাহ থাকায় কাঁচা মরিচের দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।  

হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমেছে কাঁচা মরিচের দাম। ৬০ টাকা কেজি দরের মরিচ খুচরা বাজারে বর্তমান বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। 

আরো পড়ুন: বোরকা পড়ে গালর্স স্কুলে বালক, পুলিশের হাতে আটক

কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতারা জানান, বর্তমান সব ধরনের সবজির দাম একটু চড়া। তবে কাঁচা মরিচের দাম একেবারে কম। ৩৫ টাকা কেজি দরে এক কেজি কিনলাম। গত এক সপ্তাহ আগেও ৬০ টাকা কেজি দরে কিনেছিলাম। পাঁচবিবি ও বিরামপুর হাট থেকে কাঁচা মরিচ পাইকারি দরে কিনে আনছেন হিলির ব্যবসায়ীরা।

হিলি বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে কাঁচা মরিচের দাম কমছে। আমরা ৩৫ টাকা কেজিতে কাঁচা মরিচ খুচরা বিক্রি করছি। এ মরিচ পাঁচবিবি আর বিরামপুর থেকে ৩০ থেকে ৩২ টাকা কেজি হিসেবে পাইকারিতে কিনে আনছি।

দিনাজপুরের অন্যতম বাজার বাহাদুর বাজারেও কমেছে কাঁচা মরিচের দাম। জাত ভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। মরিচের দাম সহনীয় পর্যায়ে থাকায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

এইচআ/  

দাম কাঁচা মরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন