ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন প্রত্যাশী ১৪৪টি নতুন রাজনৈতিক দল প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে। এ জন্য জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সব দলকে ঘাটতি পূরণে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১৫ই জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানান।
আলী নেওয়াজ সাংবাদিকদের বলেন, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। দ্বিতীয় ধাপে এনসিপিসহ অন্য দলগুলোকে চিঠি দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে দলগুলোকে যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা পূরণ করতে বলা হবে।
১৪৪টি দলের মধ্যে আজ ৬২টি দলকে এবং আগামীকাল বুধবার (১৬ই জুলাই) ৮২টি দলকে ত্রুটি ঠিক করে দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে।
গত ২০শে এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। পরে এনসিপিসহ ৪৬টি দল আবেদন করলে ২২শে জুন পর্যন্ত সময় বাড়ায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।
জে.এস/
খবরটি শেয়ার করুন