বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

প্রথমবারের মতো হাফ ম্যারাথনে মানুষের সঙ্গে দৌড়াচ্ছে রোবট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

চীনে চীনে আয়েজিত এক হাফ ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে ২১টি রোবট অংশ নিয়েছে। প্রতিযোগীদের প্রায় ২১ কিলোমিটার দৌড়াতে হয়েছে। রোবটগুলোও একই পথ দৌড়েছে। গতকাল শনিবার (১৯শে এপ্রিল) চীনের রাজধানী বেইজিংয়ে ওই হাফ ম্যারাথনের আয়োজন করা হয়। খবর রয়টার্সের।

ম্যারাথনে অংশ নেওয়া রোবটগুলোর কোনোটির উচ্চতা ছিল ৩ ফুট ৯ ইঞ্চি, আবার কোনোটি ৫ ফুট ৯ ইঞ্চি। রোবটগুলো দেখতে মানুষের মতো ছিল এবং মানুষের মতো দুই পায়ে সেগুলোকে দৌড়াতে বা হাঁটতে হয়েছে।

এদিকে চীন দাবি করছে, বিশ্বে তারাই প্রথম এমন হাফ ম্যারাথনের আয়োজন করেছে, যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড়ে অংশ নিয়েছে। রোবটের মধ্যে দৌড়ে প্রথম হয়েছে তিয়ানগং আলট্রা। এ রোবট ২ ঘণ্টা ৪০ মিনিটে দৌড় শেষ করেছে। এ ছাড়া মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন, তিনি ১ ঘণ্টা ২ মিনিটে দৌড় শেষ করেছেন।

যে রোবটটি বিজয়ী হয়েছে সেটি তৈরি করেছেন তাং জিয়ান ও তার দল। তিনি বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিকসে কর্মরত। জিয়ান বলেন, রোবটটির লম্বা পা সেটিকে দ্রুত দৌড়াতে সহায়তা করেছে। রোবটটি অ্যালগরিদমের মাধ্যমে একটি ম্যারাথনে মানুষ কীভাবে দৌড়ায়, তা অনুকরণ করেছে। এ ম্যারাথনে মাত্র তিনবার রোবটটির ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে।

এ ছাড়া দৌড়ের সময় রোবটগুলোর নানা কাণ্ডকারখানা দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে। এদিকে একটি রোবট দৌড় শুরুর আগেই মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সেটি আবার উঠে দাঁড়ায় এবং দৌড় শুরু করে।

তবে দৌড়ের সময় রোবটগুলোর সঙ্গে সেগুলোর তত্ত্বাবধানকারীরাও ছিলেন। এ ছাড়া অধিকাংশ রোবট জুতা পরে দৌড়েছে। কোনোটির গায়ে ছিল বাহারি রঙের জার্সি।

আরএইচ/

ম্যারাথনে রোবট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন