মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

প্রেমিকের জন্য বাড়ি ছাড়লেন অহনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রায় এক বছর হলো প্রেমিকের জন্য নিজের বাড়ি ছেড়েছেন অহনা। প্রেমিক দীপঙ্কর দে এখন অভিনেত্রীর জগৎ। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেন তিনি।

পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। গত এক বছর ধরে তার মায়ের সঙ্গে  ব্যক্তিগত সমস্যা সবারই জানা।

জানা গেছে, অহনা-দীপঙ্করের সম্পর্ক মেনে নেননি অভিনেত্রীর মা। মূলত এরপরেই প্রেমিকের জন্য মা এবং বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নেন তিনি। তবে মায়ের সঙ্গে যতই মতবিরোধ হোক না কেন, তবু নিশ্চয়ই পুরনো কথা মনে পড়ে অহনার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, খুব কম দিনেই আমি ১০০তম শো অতিক্রম করলাম। কিন্তু আমার সঙ্গে প্রত্যেকটা শোতেই যে মানুষটা যায়, সে আমার একমাত্র ভালোবাসার মানুষ। যখন ওকে বললাম যে, আমি ঠিক পারব আমাকে ছেড়ে দাও। তখন ও বলে, একটা দায়িত্ব আছে তো নাকি!

আরো পড়ুন: সবার প্রতি আমার ভালবাসা ও কৃতজ্ঞতা : মিঠুন চক্রবর্তী

ওই ছবিতে দেখা যায়, গাড়িতে বসে রয়েছেন অহনা। কোলে একটি বালিশ রাখা। আর সেই বালিশে মাথা রেখে শুয়ে আছেন দীপঙ্কর।

অভিনেত্রী জানান, সাধারণত শো থেকে ফেরার পথে দৃশ্যটা উল্টো হয়। এক বছরের অভিনয় জীবন তার। এর মধ্যেই ১০০টা শো অতিক্রম করলেন তিনি। প্রতিদিনের শুটিংয়ের পর বিভিন্ন অঞ্চলে অভিনেত্রীকে শো করার উৎসাহের জোগান দেন দীপঙ্করই।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দীপঙ্করের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অহনা। মায়ের এই সম্পর্ক নিয়ে আপত্তি থাকায় বিষয়টি নিয়ে নানান বিতর্কও হয়। তবে ভালোবাসা যে মানে না কোনো বাধা। সে কথা আবারও জানান দিলেন অহনা। 

সূত্র : আনন্দবাজার

এসি/ আই. কে. জে/ 


মা প্রেমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন