ছবি: সংগৃহীত
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা দুই মাসের জন্য বাড়ানো হয়েছে। আজ রোববার (২০শে এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, নতুন করে সাতটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। আখতার আহমেদ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা আজ ২০শে এপ্রিল শেষ হচ্ছে। আমরা এ সময়সীমা আগামী ২২শে জুন পর্যন্ত করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২শে জুন পর্যন্ত সময়সীমা একই শর্তে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কেন সময়সীমা বাড়ানো হচ্ছে, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এ পর্যন্ত আমাদের কাছে ২০টি রাজনৈতিক দলের সময়সীমা বাড়ানোর আবেদন জমা পড়েছে। বিভিন্ন মেয়াদে সময়সীমা বাড়াতে তারা আবেদন করেছেন।’
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আজ বিকেল পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য ৬৫টি রাজনৈতিক দল আবেদন করেছে। এ ছাড়া নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য ৪৬টি দল আবেদন করেছে।
চলতি বছরের ১০শে মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চালু হয়। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৯টি।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন