সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা *** বিমান বিধ্বস্তে মাইলস্টোন কলেজের শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, চলছে উদ্ধার অভিযান *** উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমান বিধ্বস্ত, উদ্ধার কাজ চলছে *** প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে কৃতজ্ঞতা জানান রবি কিষাণ *** গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ আদালতের

জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্য এবং আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ সোমবার (২১শে জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্য এবং আহতদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হবে কী না—এ প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘না, না, কোনো কোটা থাকবে না। তাদের যোগ্যতা অনুযায়ী আমরা চাকরি দেব।’

উপদেষ্টা বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের (গণঅভ্যুত্থানে হতাহত) পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সে অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভেতরে ফ্ল্যাট দেওয়া বা চাকরির কোটা দেওয়া, এসব বিষয় নেইই।’

তিনি আরও বলেন, ‘পুনর্বাসনের কর্মসূচি আছে, পুনর্বাসন নানাভাবে হতে পারে। তাদের প্রশিক্ষণ দিয়ে, যার যার যোগ্যতা অনুযায়ী যে যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি হাঁস-মুরগি বা পশু পালন করেন—যেভাবে তিনি তার জীবিকার সংস্থান করতে চাইবেন, সরকারের পক্ষ থেকে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ফারুক-ই-আজম উপদেষ্টা ফারুক-ই-আজম জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন