সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ২রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা 'রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের' (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পুনর্গঠিত সাত সদস্যের এ পরিষদে সশস্ত্র বাহিনী, পুলিশ ও কূটনৈতিক সেবার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের মিশ্রণ রয়েছে। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এয়ার মার্শাল পি এম সিনহা (সাবেক ওয়েস্টার্ন এয়ার কমান্ডার), লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং (সাবেক সাউদার্ন আর্মি কমান্ডার) ও রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না। 

ভারতীয় পুলিশ সার্ভিস থেকে রাজীব রঞ্জন ভার্মা এবং মনমোহন সিংকে এ পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া পরিষদের সদস্য হিসেবে রয়েছেন ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বি ভেঙ্কটেশ ভার্মা।

এনএসএবি সরকারের বাইরের বিশিষ্ট বিশেষজ্ঞদের একটি সংস্থা, যেখানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষাবিদ ও সুশীল সমাজের বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকেন। এনএসএবির প্রধান কাজ হলো, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা পরিষদের জন্য জাতীয় নিরাপত্তা ইস্যুতে দীর্ঘমেয়াদি বিশ্লেষণ ও নীতিগত সুপারিশ করা।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বুধবার (৩০শে এপ্রিল) নিরাপত্তা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সিসিএস ছাড়াও রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ) ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকও প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়।

বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকটি ছিল পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সিসিএস বৈঠক। এ বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জাতীয় নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন এবং কোথাও কমতি থাকলে সেগুলোর উন্নতি করা। এর আগে ২৩শে এপ্রিল এসব বিষয়ে আলোচনার জন্য সিসিএস বৈঠক হয়েছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এইচ.এস/

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন