বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত *** ‘আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে’, বলছে নেপালের জেন–জি *** ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে প্রত্যাহার *** নিজেদের সবটুকু দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনব: আবিদুল *** মিয়ানমারের খনিজ পেতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ভারত *** ব্রিটেনে উৎসবমুখর পরিবেশে উদীচীর দ্বাদশ সম্মেলন

অনন্ত আম্বানির বিয়ে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজপরিবারে বিয়ে হলে এলাহি কাণ্ড নতুন কিছু নয়। এমন কিছু বিয়ের নজিরও রয়েছে। প্রিন্সেস ডায়না কিংবা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের মতো বিয়েতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ তখন আলোচনা জন্ম দিয়েছিল। তবে সব কিছুকে ছাপিয়ে গেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। 

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে উদযাপন যে কতটা রাজকীয় হতে চলেছে তা জামনগরে প্রথম প্রাক-বিবাহ উদযাপনেই আভাস পাওয়া গিয়েছিল। 

ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, খরচের দিক থেকে অনন্ত-রাধিকার বিয়ে অন্য যেকোনো বিয়েকে পেছনে ফেলেছে।

বিয়ের আনুষ্ঠানিকতা যে মাসের পর মাস চলতে পারে, তা দেখিয়ে দিয়েছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের আগেই পার্টি দিয়ে, বিদেশ থেকে গায়ক-গায়িকা এনে খরচ করেছেন। টাকার দিকে না তাকিয়ে দুই হাত খুলে খরচ করেছে আম্বানি পরিবার। রাজকীয় এ বিয়েতে কত টাকা খরচ হয়েছে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

আরো পড়ুন: “আর্জেন্টিনা সাপোর্টারদের খুশিতে আমিও খুশি ”

ভারতের একটি গণমাধ্যম জানিয়েছে, বিয়েতে অনন্ত গায়ে যে শেরওয়ানি জড়িয়েছেন, সেটির দাম ২১৪ কোটি রুপি বা ৩০০ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা। স্বর্ণ ও হিরা দিয়ে এই শেরওয়ানি তৈরি করা হয়েছে। এমনকি শেরওয়ানির ওপর পরা ব্রুচ বা পিনের দামই নাকি প্রায় ১৯ কোটি ৬৪ লাখ টাকা। আর অনন্ত হাতে যে ঘড়ি পরেছেন সেটির দাম ৭৫ কোটি ৭৫ লাখ টাকার বেশি। ঘড়িটি রিচার্ড মিলের RM 52-05 Tourbillon Pharrell Williams মডেলের।

ভারতীয় গণমাধ্যম বলছে, ১১টি প্রি-ওয়েডিং ইভেন্ট করে আম্বানি পরিবার। এজন্য বিশ্বের নামিদামি সব তারকাদের হাজির করেছিলেন তারা। লাইভমিন্ট, দ্য ইকোনমিক টাইমস ও আউটলুক বিজনেস বলছে, অননস্ত-রাধিকার এই বিয়েতে প্রায় ৫ হাজার কোটি রুপি বা ৭ হাজার ২৯ কোটি টাকা খরচ হয়েছে। এর আগে কোনো বিয়েতে এত টাকা কখনো খরচ হয়নি বলেও দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

জামনগরে প্রি-ওয়েডিং কনসার্টের জন্য রিহানার মতো তারকাদের উড়িয়ে আনা হয়। ওই অনুষ্ঠানে গান গাওয়া বাবদ রিহানাকে দিতে হয়েছে ৭৪ কোটি রুপি। কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারকে সংগীতে পারফর্ম করার জন্য ৮৩ কোটি রুপি দিয়েছে আম্বানি পরিবার। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রি-ওয়েডিং অনুষ্ঠানের জন্য আড়াই কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছিল। এ টাকা থেকেই বিলাসবহুল সেলিব্রেটি ক্রুজ লাইনার ও প্রাইভেট জেট ভাড়া এবং নিরাপত্তার জন্য খরচ করা হয়।

লেডি ডায়না স্পেন্সার ও প্রিন্সেস চার্লসের বিয়ে সম্ভবত বিশ্ব ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং ব্যয়বহুল বিয়েগুলোর একটি। কিন্তু সে বিয়েতে খরচ হয়েছে ৪৮ মিলিয়ন ডলার বা বর্তমান ১৬৩ মিলিয়ন ডলারের সমান। সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের বিয়েও আলোচিত হয়েছিল। সে বিয়েতে খরচ হয়েছিল ৪৫ মিলিয়ন ডলার, যা আজকের দিনের ১৩৭ মিলিয়ন ডলার।

সূত্র: ডেইলি মেইল, সিয়াসাত

এসি/ আই.কে.জে


ইতিহাস সমৃদ্ধ ব্যয়বহুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

জামায়াত, জেএমবিকে নিষিদ্ধ করায় লাভ হয়েছে কী না, প্রশ্ন মাহফুজ আনামের

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫