মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

টিসিবির উদ্যোগে

কাল থেকে কম দামে পাওয়া যাবে ছোলা-তেল-ডাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নতুন করে কম দামে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা- টিসিবি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) থেকে এবারের কার্যক্রম শুরু হবে। কার্যক্রমে চিনি, পেঁয়াজ না থাকলেও রমজান উপলক্ষ্যে ৫৫ টাকা দরে ১ কেজি ছোলা যোগ করা হয়েছে। এ ছাড়া আগের দামে পাওয়া যাবে ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল বা রাইসব্রান অয়েল; ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল এবং ৩০ টাকা দরে ৫ কেজি চাল বিক্রয় করা হবে। 

টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ী দারোগাহার্ট রোডের হাসিনা অয়েল মিল সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।

বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী; চট্টগ্রাম ১১ আসনের এমপি এম আবদুল লতিফ। এ ছাড়া টিসিবি, ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ‘কৃষক কী দামে পণ্য বিক্রি করছে তা ওয়েবসাইটে দেখানো হবে’

এদিকে রমজান মাসের প্রায় দুই মাস বাকি থাকলেও বাজারে এখন থেকেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৮০ থেকে ১০০ টাকা। এ ছাড়া আন্তর্জাতিক ও ডলার ইস্যুতে চিনির দাম অনেকদিন থেকেই ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে বেক্রি হচ্ছে।

টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ও দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে ১ম পর্বের বিক্রয় কার্যক্রম ১৫ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে। কার্যক্রম ডিলার দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনায় পরিচালনা হবে।

এসকে/ 

টিসিবি রমজান মাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন