ছবি: সংগৃহীত
বর্তমান প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনেত্রী মৌ খান। এরই মধ্যে সিনেমা, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে কাজ করে সবার নজর কেড়েছেন তিনি। সম্প্রতি শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ। নাম ‘চাইল্ড অব দ্য স্টেশন’।
ময়না আজমেরীর উপন্যাস অবলম্বনে সানি আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন জাফর আল মামুন। নতুন সিনেমাটি নিয়ে মৌ খান গণমাধ্যমকে বলেন, বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মাণ হচ্ছে। মূলত স্টেশনের শিশুদের নিয়ে এর গল্প। আমি শ্রাবণী চরিত্রে অভিনয় করছি। চরিত্রটা অনেক চ্যালেঞ্জের। সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।
এছাড়া, ছোট পর্দায়ও নাম লিখিয়েছেন মৌ খান। প্রথমবারের মতো অভিনয় করেছেন ‘শুদ্ধ মানুষ’ নামের একটি একক নাটকে। সম্প্রতি বিটিভিতে নাটকটি প্রচারিত হয়েছে। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকেও নিয়মিত হতে চান এ নায়িকা।
মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’, সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’। সিনেমাগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে বলে জানিয়েছেন মৌ।
আরএইচ/এইচ.এস