‘ডিয়ার মা’ সিনেমার পোস্টার। সংগৃহীত
সময়টা দারুণ কাটছে জয়া আহসানের। গত দুই মাসে দেশের হলে মুক্তি পেয়েছে তার অভিনীত তিনটি সিনেমা। কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ এখনো চলছে প্রেক্ষাগৃহে। এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। ১৮ই জুলাই মুক্তি পাবে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
মা-মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ডিয়ার মা। এতে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। সাড়ে ৩ মিনিটের ট্রেলারে দেখা গেল, সন্তান জন্মদানে অনাগ্রহী জয়ার চরিত্রটি একটি বাচ্চাকে দত্তক নেয়। নিজের সন্তানের মতোই আদর-স্নেহ দিয়ে বড় করে তোলে তাকে।
মেয়েটি মা হিসেবে মানতে চায় না জয়াকে। সে তার আসল মাকে খুঁজে পেতে চায়। এটা পছন্দ নয় জয়ার। একদিন মেয়ে স্কুলের উদ্দেশে বেরিয়ে আর বাড়ি ফেরে না। তাকে খুঁজতে পুলিশি তদন্ত শুরু হয়। বেরিয়ে আসতে থাকে নানা অজানা তথ্য।
গত বৃহস্পতিবার (৩রা জুলাই) কলকাতায় ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন জয়া আহসান। ডিয়ার মা নিয়ে তিনি বলেন, ‘এটি মা-মেয়ের সম্পর্কের গল্প। টনিদা (অনিরুদ্ধ) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে গল্প এগোবে।'
প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছে ডিয়ার মা সিনেমার ট্রেলার, প্রশংসিত হচ্ছেন জয়া আহসান। অনেকেই শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন। এমনকি ফেসবুকে ট্রেলার শেয়ার করে অনিরুদ্ধ রায়চৌধুরীকে শুভকামনা জানিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও।
অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। অভিনেত্রী জানান, দুই বছর আগে নিজের জন্মদিন উপলক্ষে অনিরুদ্ধ রায়চৌধুরীর কাছ থেকে উপহার হিসেবে এই সিনেমার স্ক্রিপ্ট পেয়েছিলেন তিনি।
জে.এস/
খবরটি শেয়ার করুন