ছবি: সংগৃহীত
উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবার ‘দেওয়ান’ বংশে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় দুইশ’ বছর ধরে। এই দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের শিল্পী সাগর দেওয়ান।
বাউল সাধক আরিফ দেওয়ানের মাধ্যমেই সংগীত ভুবনে প্রবেশ তার। তাই সাগরের সুর আর গায়কিতে আরিফ দেওয়ানের প্রভাব আছে বলে অনেকে মনে করেন।
সাগর দেওয়ান গান করে যাচ্ছেন নিয়মিতই। সেই ধারাবাহিকতায় আসছে ঈদুল ফিতর উপলক্ষে তিনি কণ্ঠ দিয়েছেন আরও একটি নতুন গানে। ‘প্রেম সাগর’ শিরোনামের নতুন এই গান মূলত আধ্যাত্মিক ধাঁচের বলে জানান সাগর দেওয়ান।
গানটির কথা লিখেছেন ও সুর করেছেন হালের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসান খান শুভ। এই দুই তরুণ তুর্কির গানে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
রবি.হক/এইচ.এস
সাগর দেওয়ান
সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খবরটি শেয়ার করুন