ছবি: সংগৃহীত
বেশ কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা হয়ে উঠেছে ঈদকেন্দ্রিক। গত বছর রোজার ঈদে ১১টি সিনেমা মুক্তি পেলেও, পরের দুই ঈদে সংখ্যাটি নেমে আসে অর্ধেকে। তবে এ কোরবানির ঈদে হিড়িক পড়েছে সিনেমা মুক্তির। তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক সিনেমা। এ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ১০টি সিনেমার।
গতকাল বুধবার (২১শে মে) ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হলো ‘শিরোনাম’ সিনেমার। এতে জুটি হয়ে অভিনয় করেছেন নিরব হোসেন ও ববি হক। সিনেমাটির পরিচালক অনিক বিশ্বাস।
বছরের শুরুতে জানা গিয়েছিল, থ্রিলার ঘরানার গোলাপ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন নিরব। সেই সিনেমা মুক্তির আগেই ইব্রাহিম হয়ে হাজির হচ্ছেন তিনি। শিরোনামে নিরব থাকছেন ইব্রাহিম চরিত্রে। ফার্স্ট লুক পোস্টারে লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেটের মিশেলে দেখা গেল নিরবকে।
সিনেমাটি নিয়ে নিরব বলেন, ‘শিরোনাম-এর গল্পটা বেশ তাৎপর্যপূর্ণ। সমসাময়িক অনেক বিষয় এতে উঠে আসবে। থাকবে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা। এবার ঈদে দর্শকদের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে এটি।’
এইচ.এস/
খবরটি শেয়ার করুন