মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেলসহ আটক ১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার বিলদহর বাজারে এক মুদি দোকানির বাড়ি থেকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে র‌্যাবের একটি দল। 

শুক্রবার (২রা ফেব্রুয়ারি) বিকেলে মুদি দোকানি শাহ আলম খন্দকারের বাড়ি থেকে ওই তেল জব্দ করা হয়। পরে অভিযুক্ত দোকানিকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। 

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজলার বিলদহর বাজারে জনৈক শাহ আলম খন্দকারের মুদি দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে তার দোকানে জনসাধারণের মধ্যে স্বল্প মূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় ওই তেল জব্দ করে দোকানি শাহ আলমকে আটক করা হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার, আটক ৩

তিনি আরও জানান, এ তেল কোথা থেকে ওই দোকানি সংগ্রহ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অধিক তদন্তে করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পরে মামলা দায়েরের পর শাহ আলমকে সিংড়া থানায় হস্তান্তর করা হবে।

এসকে/ 

আটক টিসিবি সয়াবিন তেল জব্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন