শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা *** গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর *** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

ডোনাল্ড ট্রাম্প পোপের বেশে নিজের ছবি প্রকাশ করলেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপের বেশে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তবে মাত্র কয়েক দিন আগেই রসিকতা করে ট্রাম্প বলেছিলেন, তিনি ‘পোপ হতে চান।’ খবর রয়টার্সের।

গত মাসে (এপ্রিল) পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভ্যাটিকান সিটিতে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গিয়েছিলেন ট্রাম্প। ২১শে এপ্রিল ভ্যাটিকানে নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে মৃত্যু হয় পোপ ফ্রান্সিসের। আর ২৬শে এপ্রিল তাকে সমাহিত করা হয়।

গত শুক্রবার (২রা মে) ট্রাম্প পোপের বেশে নিজের ছবিটি তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। এরপর  হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও সেটি শেয়ার করা হয়। ছবিতে দেখা যায়, ডান হাতের তর্জনী উঁচিয়ে পোপের পোশাকে গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন ট্রাম্প। 

এদিকে ট্রাম্পের পোস্ট করা ছবিটি নিয়ে অনেকেই চটেছেন। ‘রিপাবলিকান এগেইনস্ট ট্রাম্প’ নামের একটি গ্রুপ ছবিটি শেয়ার করে লিখেছে, এটি ‘ক্যাথলিকদের প্রতি এক নির্লজ্জ অপমান এবং তাদের বিশ্বাস নিয়ে উপহাস করা হয়েছে।’

এ ছাড়া শনিবার (৩রা মে) সকালে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে নিজের গলফ ক্লাবে গাড়িবহর নিয়ে পৌঁছান ট্রাম্প। সেখানে তার জন্য অপেক্ষারত সমর্থকদের মধ্যে ৩০ বছর বয়সী ডেবি ম্যাকচিয়া নামে ইহুদি ব্যক্তিও ছিলেন। তিনি বলেন, ‘তিনি স্পষ্টতই মশকরা করেছেন। আমি চাই না কেউ পোপ বা অন্য কিছু নিয়ে ধর্মীয়ভাবে অবমাননাকর কিছু করুক।’

আরএইচ/


আমেরিকা পোপ ফ্রান্সিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন