ছবি: সংগৃহীত
একসময় বলিউডে ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দেওয়ার আগে দুইবার ভাবতে হতো। যদিও এখন বলিউডে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ডালভাত।
এই যেমন ‘ধুম ২’ সিনেমায় ঐশ্বরিয়ার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হৃতিক পরামর্শ নিয়েছিলেন তৎকালীন স্ত্রী সুজান খানের।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে চুম্বনের প্রসঙ্গ উঠতেই হৃতিক জানান, স্ত্রী (তৎকালীন) সুজান খানের পরামর্শ মেনেই ঐশ্বরিয়াকে চুমু খেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ‘রোগা, পাতলা, কাঞ্চনের জন্য পাগল অসংখ্য নারী’
হৃতিকের কথা অনুযায়ী, তিনি যখন সুজানকে জানিয়েছিলেন যে ঐশ্বরিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য রয়েছে সুজানের বক্তব্য ছিল, “চুমু খেলে এমনভাবে খাবে যেন সেটা পৃথিবীর সবচেয়ে নিবিড় চুম্বন হয়।”
হৃতিক জানান, ক্যামেরার সামনে লিপলক দৃশ্যের শুটিং করার সময় তার মাথায় সুজানের এই কথাগুলোই ছিল। তবে গুঞ্জন রয়েছে এমন দৃশ্য দেখে হৃতিকের ওপর বেজায় চটেছিলেন অভিষেক। কেননা তখন ঐশ্বরিয়ার সঙ্গে জমিয়ে প্রেম করছিলেন ছোট বচ্চন।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন