মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

রাতের বেলা সব দরজা বন্ধ রাখার পরামর্শ অভিনেতা সাইফ আলির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি মাসে নিজের বাড়িতে হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলি খান। দুষ্কৃতকারীর ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই সময় এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় বলিউডে। প্রায় চার মাস সেই ঘটনা নিয়ে ই-টাইমসের সঙ্গে সবিস্তার কথা বলেছেন সাইফ।

ঘটনার প্রায় চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো সেই রাতের অভিজ্ঞতা তাড়া করে বেড়ায় অভিনেতাকে, আচমকা ওই ঘটনায় কিছুটা বিভ্রান্ত হলেও এখন নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা নিয়ে সচেতন তিনি। দুই ছেলের ছবি তুলতে দিতেও নারাজ অভিনেতা। বছরের শুরুতেই ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে কী শিখেছেন অভিনেতা?

নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে সাইফ বলেন, ‘আমি যেটুকু শিক্ষা পেয়েছি, তা হলো সবসময় সতর্ক থাকতে হবে। রাতের বেলা বাড়ির সব দরজা বন্ধ রাখতে হবে। আমরা অনেক কিছু জেনেও সবসময় সতর্ক হই না, কিন্তু সেটা ভুল। বাড়িতে দামি কিছু থাকলে তা সবসময় আলমারির মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে। নিরাপত্তার ক্ষেত্রে সবসময় জোরদার হতে হবে।’

অভিনেতা আরও বলেন, ‘আমি কখনোই অতিরিক্ত নিরাপত্তায় বিশ্বাস করতাম না। নিরাপত্তারক্ষী নিয়ে ঘোরা আমার একদম পছন্দ নয়। কিন্তু সময়ের সঙ্গে সবকিছুর পরিবর্তন আসে। আমাকে নিরাপদে থাকতে হবে আমার স্ত্রী ও সন্তানদের জন্য। আরও ভালো ভালো সিনেমায় অভিনয় করতে হবে। ওদের জন্য আমাকে সুস্থ থাকতে হবে।’

সাইফ অভিনীত নতুন সিনেমা ‘দ্য জুয়েল থিফ’ আগামীকাল শনিবার (২৬শে এপ্রিল) মুক্তি পাবে নেটফ্লিক্সে। কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল পরিচালিত এ ছবিতে সাইফের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আওলাওয়াত, নিকিতা দত্ত ও কুনাল কাপুর।

এইচ.এস/

সাইফ আলি খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন