ফাইল ছবি (সংগৃহীত)
চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ পথচলার প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণরেখা–আজকের দিনে এটাই হোক আমাদের শপথ।’
আজ মঙ্গলবার (৫ই আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশজুড়ে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এই শপথের কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এক এমন দিন, যা এ দেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। ৫ই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনে তরুণদের অবস্থা তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘এ দেশের বিপুলসংখ্যক তরুণ ১৬ বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত হয়েছে। ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে। চাকরি ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি-স্বজনপ্রীতি, তদবির বাণিজ্য। যে তরুণ ঘুষ দিতে পারেনি, এলাকার মাফিয়াদের সঙ্গে সখ্য গড়ে তুলতে পারেনি, তার চাকরি হয়নি। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার, এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ-বিক্ষোভ করলেও ফ্যাসিবাদী শাসকের টনক নড়েনি।'
খবরটি শেয়ার করুন