শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো আইপিএলে দেখা গেল যে নিয়ম

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ২৮শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে' (আইপিএল) বেশ কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে, যার মধ্যে অন্যতম দ্বিতীয় ইনিংসে বল পরিবর্তনের নিয়ম। এবারের আসরের প্রথম পাঁচটি ম্যাচে এ নিয়ম প্রয়োগ না হলেও বুধবার (২৬শে মার্চ) কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো এটি ব্যবহার করা হয়।

গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ দ্বিতীয় ইনিংসের ১৬তম ওভারের পর আম্পায়ারদের কাছে বল পরিবর্তনের অনুরোধ জানান। যা আম্পায়াররা গ্রহণ করেন। নতুন নিয়ম অনুযায়ী, দ্বিতীয় ইনিংসে ১১ ওভারের পর বোলিং দল চাইলে বল পরিবর্তন করতে পারে। তবে নতুন বলের বদলে দেওয়া হবে একই ওভার পুরনো অন্য একটি শুকনো বল।  

শিশিরের কারণে বোলারদের বল ধরতে সমস্যা হয়, যা ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক। তাই রাজস্থান দল শুকনো বল নিয়ে কলকাতার বিরুদ্ধে ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল। তবে সেই কৌশল কাজে আসেনি। বল বদলের পর মাত্র ৯ বলের মধ্যেই কলকাতা ম্যাচ জিতে নেয়।

এইচ.এস/

আইপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন