এমা ওয়াটসন। ছবি: সংগৃহীত
জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১শে জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন। খবর সিএনএনের।
সিএনএন জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী ও অধিকারকর্মী ঘটনাটির জন্য আদালতে হাজির হননি। তবে বুধবার (১৬ই জুলাই) হাই উইকম ম্যাজিস্ট্রেট কোর্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শুনানিতে তাকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয় এবং তার লাইসেন্সে আরও তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ করে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
একই দিনে ওয়াটসনের সহ-অভিনেত্রী ও বিখ্যাত থিয়েটার শিল্পী জোয়ে ওয়ানামেকারেরও একটি পৃথক গতিসীমা লঙ্ঘনের মামলার শুনানি হয় আদালতে। গত বছরের আগস্টে বার্কশায়ারে ৪০ মাইল গতি-সীমার সড়কে তিনি ৪৬ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। এই কারণে ওয়ানামেকারকেও একই ধরনের শাস্তি দেওয়া হয়।
জে.এস/
খবরটি শেয়ার করুন