সৃষ্টি বিশ্বময়-এর আয়োজনে “সুরবর্ণ রাগসাঁঝ” শীর্ষক এক শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা আগামীকাল বৃহস্পতিবার (৬ই জুন) সন্ধ্যা ৫.৩০ থেকে রাজধানীর বাংলামটরে বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, নারীনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিপি মাহফুজা খানম; সংস্কৃতিজন, অভিনেতা, আইটিআই-এর প্রাক্তন সভাপতি রামেন্দু মজুমদার; বিশিষ্ট সঙ্গীতশিল্পী, নারীনেত্রী ও সমাজসেবী ড. জান্নাত আরা হেনরী এমপি; বিশিষ্ট উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী এবং ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর অধ্যাপক ও চেয়ারম্যান পন্ডিত অসিত কুমার দে; উপদেষ্টা- সৃষ্টি বিশ্বময় ও সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, ইউকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
সঙ্গীত সন্ধ্যায় গান গাইবেন- অভিজিৎ কুন্ডু, টিংকু শীল, মিরাজুল জান্নাত সোনিয়া, এম এইচ ইমন, ডা. মাহ্ যাবিন শাওলী, নিশিত দে, অঙ্কিতা অথৈ। শিল্পীদের সঙ্গে তবলাতে সঙ্গত করবেন কুমার প্রতিবিম্ব এবং হারমোনিয়ামে সঙ্গত করবেন মিনহাজুল হাসান ইমন ও টিংকু শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রূপশ্রী চক্রবর্তী, শোয়াইব আহমেদ ও ফেরদৌস করিম তমাল। ধন্যবাদ জ্ঞাপন করবেন পুলক রাহা।
অনুষ্ঠানটির সহযোগিতায় থাকবে দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সুখবর ডটকম (sukhabor.com)
এস/ আই.কে.জে/