বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

চা–শ্রমিক ভাতাভোগীর সংখ্যা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতাভোগীর সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৪০২ জন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া আগামী অর্থবছরে বিভিন্ন কর্মসূচিতে ভাতার পরিমাণ ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা করে বাড়ানো হবে। এ জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সব থেকে বেশি সুবিধা পেতে যাচ্ছেন চা-শ্রমিকেরা। ভাতাভোগী চা-শ্রমিকদের সংখ্যা ৭৭ হাজার জন বাড়ানোর পাশাপাশি তাদের মাসিক ভাতাও বাড়ানো হবে। চা-শ্রমিকদের সন্তানদের নতুন করে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি উইং কাজ করে। এসব দপ্তর সূত্রে নতুন ভাতাভোগী ও ভাতার পরিমাণ বাড়ানোর তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা সূত্র জানান, ২০২৫-’২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতা বাড়ানোর উদ্যোগ নেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। কোনো কর্মসূচির ভাতাভোগীর সংখ্যা ও ভাতা কী পরিমাণ বাড়ানো যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য পাঠানো হয়। 

এরপর উপদেষ্টা পরিষদ ভাতাভোগী ও ভাতার হার বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে। এখন উপদেষ্টা পরিষদের সুপারিশ অনুযায়ী আগামী অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হবে।

বর্তমানে ৬০ লাখ মানুষকে মাসে ৬০০ টাকা করে বয়স্ক ভাতা দেয় সরকার। আগামী অর্থবছরে ৬১ লাখ মানুষকে ৬৫০ টাকা করে এ ভাতা দেওয়া হবে। এ কর্মসূচিতে বর্তমানে ৪ হাজার ৩৫০ কোটি ৯৭ টাকা খরচ হয়। তা বেড়ে আগামী অর্থবছরে হবে ৪ হাজার ৯৯১ কোটি ৩১ লাখ টাকা।

বর্তমানে ২৭ লাখ ৭৫ হাজার বিধবাকে মাসে ৫৫০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। আগামী অর্থবছর থেকে ২৯ লাখ বিধবাকে মাসে ৬৫০ টাকা করে ভাতা দেওয়া হবে। এ ভাতা দিতে চলতি অর্থবছরে ১ হাজার ৮৪৪ কোটি ৩২ লাখ টাকা খরচ হচ্ছে। আর আগামী অর্থবছরে এ খরচ বেড়ে দাঁড়াবে ২ হাজার ২৭৭ কোটি ৮৩ লাখ টাকা।

এখন ৩২ লাখ ৩৪ হাজার প্রতিবন্ধীকে মাসে ৮৫০ টাকা করে ভাতা দেওয়া হয়। আগামী অর্থবছরে ৩৪ লাখ ৫০ হাজার প্রতিবন্ধীকে মাসে ৯০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এ ভাতার খরচ ৩ হাজার ৩২১ কোটি ৭৭ লাখ থেকে বেড়ে দাঁড়াবে ৩ হাজার ৭৫২ কোটি ৮ লাখ টাকা।

৬০ হাজার চা-শ্রমিককে বছরে এককালীন ৬ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। নতুন করে তাদের এককালীন ভাতা না দিয়ে মাসে ৬৫০ টাকা করে ভাতা দেওয়া হবে। ভাতাভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৩৭ হাজার জন হবে। এ খাতে ব্যয় ৩৬ কোটি ২৫ লাখ টাকা থেকে বেড়ে ১০৭ কোটি ৬১ লাখ টাকা হবে।

চা-শ্রমিকদের সন্তানদের নতুন করে শিক্ষাবৃত্তির আওতায় আনা হবে। প্রথমবার ৫ হাজার জনকে ১ কোটি ৭০ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এর বাইরে চা-শ্রমিকদের দেড় হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।

এইচ.এস/


ভাতাভোগী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন