সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে বেড়াতে গিয়ে অবরোধের কারণে আটকা পড়েন সহস্রাধিক পর্যটক। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় ৪টি হেলিকপ্টারে করে কিছু পর্যটককে নিজ গন্তব্যে পৌছে দেয়া হয়েছে।

সোমবার (২৩শে সেপ্টেম্বর) সকালে পর্যটকদের ৪টি হেলিকপ্টারযোগে তাদের নিজ গন্তব্যে পৌছে দেয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আকতার।

শিরীন আকতার জানান, সাজেক ভ্যালিতে আটকে পড়া সহস্রাাধিক পর্যটকদের বিষয়ে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, কিছু পর্যটককে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় আজ সকালে ৪টি হেলিকপ্টারযোগে তাদের নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, অবরোধ শিথিল করা হলে আগামীকাল মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর থেকে সাজেকে আটকে পড়া পর্যটকরা সকলেই যার যার গন্তব্যে যেতে পারবেন বলে আশা করছি।

উল্লেখ্য, ৭২ ঘণ্টা অবরোধের কারণে গত কয়েকদিন সাজেকে সহস্রাধিক পর্যটক আটকা পড়েন।

ওআ/কেবি

সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন