ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে আমেরিকার খুব শিগগিরই বাণিজ্যচুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া পাকিস্তানের একজন প্রতিনিধি আগামী সপ্তাহে আলোচনা করতে ওয়াশিংটন সফরে আসছেন বলেও তিনি জানিয়েছেন। খবর ইকোনমিক টাইমসের।
গত শুক্রবার (৩০শে মে) বিামানঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে গণমাধ্যমকে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে পাকিস্তানের প্রতিনিধি আমেরিকায় আসছেন। ভারতের সঙ্গেও আমাদের চুক্তি শিগগিরই হলো বলে।’
তবে ট্রাম্প ভারত ও পাকিস্তানের উদ্দেশে বলেন, ‘যদি তারা যুদ্ধে লিপ্ত হয়, তাহলে কারও সঙ্গেই আমার চুক্তির আগ্রহ থাকবে না।’
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা যখন বাণিজ্য নিয়ে কথা বলি, তখন এটাও বলি, যারা একে অপরকে গুলি করছে ও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, তাদের সঙ্গে তো আর বাণিজ্য করা যায় না…তারা এটা বুঝেছে এবং রাজি হয়েছে—তাই সব থেমে গেছে।’
গত ২২শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালালে দেশ দুটির মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ওই পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আগে আমেরিকার হস্তক্ষেপে উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়।
ট্রাম্প শুক্রবার গণমাধ্যমকে আরও বলেন, ‘আমার মতে, সবচেয়ে গর্বের যে চুক্তি তা হলো—আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করেছি এবং বাণিজ্যের মাধ্যমে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকাতে পেরেছি, গুলির বদলে। সাধারণত এটা হয় গুলি দিয়ে, আমরা করেছি বাণিজ্য দিয়ে। এ নিয়ে আমরা খুবই গর্বিত। কেউ এ বিষয়ে কথা বলে না। অথচ তখন পাকিস্তান ও ভারতের মধ্যে ভয়ংকর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। আর এখন দেখুন, তারা মোটামুটি ভালোই আছে।’
এদিকে তিন ধাপে ভারত ও আমেরিকার চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুই দেশের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। আগামী জুলাই মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক কার্যকর হওয়ার সময় অন্তর্বর্তী চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরএইচ/
বাণিজ্য চুক্তি প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও আমেরিকা পাকিস্তান-আমেরিকা
খবরটি শেয়ার করুন