ছবি : সংগৃহীত
দক্ষ নেতৃত্ব দিয়ে দলকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা । গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরেছিল ভারত।
এবার তারা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ৬৮ রানের বড় ব্যবধানে। ১১ বছরের শিরোপা খরা ঘোঁচাতে শনিবার রাতে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। সেমিফাইনাল জয়ের পর রোহিত শর্মা জানিয়েছেন, নিজেদের এখনকার যাত্রা নিয়ে।
তিনি বলেন, ‘এই ম্যাচটা জেতা খুব সন্তুষ্টির। আমরা এই মঞ্চ অবধি আসতে অনেক পরিশ্রম করেছি। এই ধরনের ম্যাচ জিততে সবার কাছ থেকে দারুণ প্রচেষ্টা লেগেছে। আমার মনে হয় কন্ডিশন অনুযায়ী খুব ভালো খেলেছি। আমাদের জন্য এটা এখন অবধি সাফল্যের গল্প। খুব শান্তির আমরা যেভাবে এতদূর এসেছি।’
ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারিয়ে ফেলেছিল ভারত, ফিরেছিলেন ঋষভ পান্তও। পরে সূর্যকুমারের সঙ্গে ৭৩ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেন রোহিত। শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভারত। এই রানকে যথেষ্ট মনে করেন ভারতীয় অধিনায়ক।
আই.কে.জে/