বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

৮ জেলায় বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের একটি জেলায় নতুন পূর্ণাঙ্গ কমিটি ও সাতটি জেলায় আহবায়ক কমিটি ঘোষণা করেছে। এসব জেলা হলো- নাটোর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম দক্ষিণ, মেহেরপুর ও বান্দরবান। একইসঙ্গে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২রা ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আটটি জেলার মধ্যে মেহেরপুরে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করা হয়েছে। বাকিগুলো আংশিক কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও কামরুল হাসানকে সদস্যসচিব করে বিএনপির মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

রহিম নেওয়াজকে আহবায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্যসচিব করে নাটোর জেলা শাখার ১৬ সদস্যবিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি; আমিরুল ইসলাম খান আলিমকে আহবায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি; স্বাচিন প্রু জেরীকে আহবায়ক ও জাবেদ রেজাকে সদস্যসচিব করে বান্দরবান জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া মো. মামুন মাহমুদকে আহবায়ক করে নারায়ণগঞ্জ জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি এবং ফজলুল হক মিলনকে আহবায়ক করে গাজীপুর জেলা শাখার ৩ সদস্যবিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

ইদ্রিস মিয়াকে আহবায়ক ও হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আফরোজা খান রিতাকে আহবায়ক করে মানিকগঞ্জ জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি; মিজানুর রহমান সিনহাকে আহবায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্যসচিব করে মুন্সিগঞ্জ জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

হা.শা./কেবি




বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন