ছবি: সংগৃহীত
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার (২১শে আগস্ট) প্রকাশিত এই তালিকায় দেখা গেছে, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে ৪৬২টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৮, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন প্রার্থী হয়েছেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ডাকসুতে প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন বৈধ হয়েছে, তাদের মধ্যে ৬০ জন ছাত্রী ও ৪০২ জন ছাত্র। এ ছাড়া প্রধান তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে চারজন ছাত্রী। এ ছাড়া হল সংসদের ১৩টি পদে বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ১০৮ জন। ফজলুল হক মুসলিম হলের একজনের স্বাক্ষর ও ফোন নম্বর না থাকায় তার প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের কেউই ২৫শে আগস্ট পর্যন্ত হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। তবে ২৬শে আগস্ট থেকে প্রার্থীরা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন।
ডাকসু নির্বাচনের চারটি প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থীর তালিকা ঘোষণা করা হয় গত বুধবার। সেগুলো হলো, ছাত্রদল-সমর্থিত প্যানেল, বাম তিন সংগঠনের ‘অপরাজেয় ৭১ ও অদম্য ২৪’ প্যানেল, গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল ও ইসলামী ছাত্র আন্দোলন। এ ছাড়া গতকাল উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এর বাইরে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ডাকসু ফর চেঞ্জ, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, ডিইউ ফার্স্ট, প্রতিরোধ পর্ষদ, সম্মিলিত ছাত্র ঐক্য (স্বতন্ত্র) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
খবরটি শেয়ার করুন