ছবি: সংগৃহীত
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। পরে শোনা যায় অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের পরকীয়ার গুঞ্জন। এবার গুঞ্জন উঠেছে মা হচ্ছেন নিমরত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এর উৎস অভিনেত্রীর একটি ছবি। যেখানে নিমরতের পেট প্রকাশ্যে আসে। মেদযুক্ত উদর দেখেই অনেকে মনে করতে শুরু করেন, তিনি অন্তঃসত্ত্বা। কেউ আবার বলছেন, নিমরতের গর্ভের সন্তানের বাবা আর কেউ নন, অভিষেক বচ্চন!
আরও পড়ুন: বিচ্ছেদের মধ্যেও জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব : এ আর রহমান
তবে জানা গেছে, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়া। সোশ্যাল মিডিয়ায় ঐশ্বরিয়া, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্ছে। এ বিষয়ে নিমরতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিমরত কৌরের সঙ্গে ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক। চেনাজানা তখন থেকেই। তবে কি এ ছবির শুটিং থেকেই মন দেওয়া নেওয়ার শুরু? ভেসে বেড়াচ্ছে প্রশ্ন। এসব অবশ্য কখনও মুখ খোলেননি অভিষেক, ঐশ্বরিয়া।
এসি/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন