ছবি- সংগৃহীত
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঁচ চালানে ভারতে গেলো ২৭৬ মেট্রিক টন ইলিশ। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা।
পাঁচ চালানের মধ্যে গত বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) ৫৪ মেট্রিক টন, শনিবার (২৮শে সেপ্টেম্বর) ৪৫ মেট্রিক টন, রবিবার (২৯শে সেপ্টেম্বর) ১৯ মেট্রিক টন, সোমবার (৩০শে সেপ্টেম্বর) ৮৯ মেট্রিক টন এবং মঙ্গলবার (১লা অক্টোবর) ৬৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
এদিকে, আগামী ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রপ্তানি প্রসঙ্গে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে প্রতি কেজি ইলিশ ১০ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। এখনো সেই পরিপত্র অনুযায়ীই ইলিশ রপ্তানি হচ্ছে। তবে দেশীয় বাজারদরের সঙ্গে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে।
বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির জানান, রপ্তানিকারকদের আগামী ১২ই অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।
আই.কে.জে/