শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আমাকে দিয়ে যা কিছু হয়েছে, তার মূল শক্তি শ্রোতার ভালোবাসা: হাবিব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৬ পূর্বাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিরলস কাজ করে যাওয়া হাবিব ওয়াহিদের লক্ষ্য। তাই প্রতিনিয়ত সৃষ্টির নেশায় ডুবে থাকেন নন্দিত এই শিল্পী ও সংগীত পরিচালক। কথা-সুর-সংগীতের বিস্তর কাটাছেঁড়া শেষে যখন তার মনে হয়, কোনো কাজ পূর্ণতা পেল, তখনই তা শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন।

কাজের ফলাফলে ‘হিট’, ‘ফ্লপ’, ‘অ্যাভারেজ’ এই শব্দগুলো কখনও বাধা হয়ে দাঁড়ায় না। সে কারণে প্রতি মাসেই আমরা নন্দিত এই শিল্পী ও সংগীত পরিচালকের কোনো না কোনো গান উপহার হিসেবে পাচ্ছি।

এই যেমন কদিন আগে প্রকাশ পেল শিল্পী আতিয়া আনিসার সঙ্গে গাওয়া তার দ্বৈত গান ‘তোর আদরে’। যেখানে আরও একবার উঠে এসেছে নতুন এক মূর্ছনা। এর ঠিক এক মাস আগে ‘জানি না' ও ‘দিলানা’ শিরোনামে প্রকাশ পাওয়া তার একক গান দুটিও ছিল ভিন্ন ধাঁচের।

আরেকটু পেছন ফিরে তাকালে দেখা যায়, ‘পাগল হাওয়া’, ‘ঘোর কেটে যায়’,  ‘তোমার মন জানে’, ‘কখনও ভাবিনি’, ‘কোন খেয়ালে’, ‘তোকে খুঁজি’, ‘মন বোঝেনা’-সহ অনেক একক ও দ্বৈত গান ধারাবাহিকভাবে প্রকাশ করেছেন তিনি।

একদিন দুদিন নয়, বছরের পর বছর এভাবেই নানা ধরনের আয়োজন তুলে ধরছেন হাবিব। এমন ধারাবাহিকতা এ সময়ের খুব কম শিল্পীদের ও সংগীতায়োজকদের বেলায় চোখে পড়ে। তার চেয়ে বড় বিষয় হলো, সৃষ্টিতে নিজস্বতা।

শুধু অডিও-ভিডিও নয়, প্লেব্যাক শিল্পী হিসেবেও হাবিব অদ্বিতীয়। বিজ্ঞাপনের জিঙ্গেল, টিভি চ্যানেলের থিম সং থেকে শুরু করে বিভিন্ন শিল্পীর জন্য তৈরি করা প্রতিটি গানে দেখিয়েছেন মুনশিয়ানা। সংগীতে প্রতিষ্ঠা করেছেন নিজস্বতা। হয়তো এ কারণে অনেকে বলেন, ‘হাবিব ওয়াহিদ তার কালের শ্রেষ্ঠ সংগীত পরিচালক।’

এই শিল্পী ও সুরকার সম্পর্কে এও শোনা যায়, তিনি জনপ্রিয়তার স্রোতে গান ভাসান না; বরং তার সৃষ্টি শ্রোতাদের অনুভবের অন্য রকম এক স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। অনেকের মতে, হাবিবের আবির্ভাবেই একুশে শতকের বাংলা গানে হাওয়া বদল হয়েছে।

তারকাখ্যাতিকে পুঁজি করে অনেকেই যখন গৎবাঁধা আয়োজনে মত্ত, তখন হাবিব তার সুর-সংগীতের মধ্য দিয়ে বড় একটা ঝাপটা দিয়েছেন। উদাহরণ রেখেছেন, কীভাবে সময়ের সঙ্গে বদলে যেতে পারে সংগীতের আবহ।

হাবিব সম্পর্কে অনেক প্রশংসাসূচক কথা শোনার পর, যে বিষয়টি কৌতূহল তৈরি করে তা হলো, সংগীত সৃষ্টিতে তার ভাবনা ও অনুপ্রেরণার উৎস কোথায় তা জানার।

সেটি জানতে চাইলে মুচকি হেসে হাবিব বলেন, ‘ভালোবাসায় পৃথিবী জয় করা হয়, তাই আমাকে দিয়ে যা কিছু হয়েছে, তার মূলশক্তি শ্রোতার ভালোবাসা। নিরলস কাজে ডুবে থাকা আর মনের অতল ডুব দিয়েই সুর তুলে আনার চেষ্টা করেছি সব সময়।’

তিনি আরও বললেন, ‘এ কথা সত্যি যে, গান তৈরি করার পর আগে থেকে অনুমান করা কঠিন, সেটি শ্রোতা মনে কতটা ছাপ ফেলবে। তাই যতক্ষণ নিজের ভালো না লাগে, ততক্ষণ পর্যন্ত সুর-সংগীতের কাটাছেঁড়া চালিয়ে যাই। নিরীক্ষারও কোনো সীমা-পরিসীমা বেঁধে দেই না। যখন মনে হয়, সবকিছু পরিকল্পনামাফিক হয়েছে, তখন বিশ্বাস জাগে, গান অনেকের ভালো লাগবে।'

জে.এস/

হাবিব ওয়াহিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন