জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত
ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব 'দ্রুত গতিতে' সঙ্কটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর বিবিসির।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে গুতেরেস বলেন, এ সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবেন না। গুতেরেস আরও বলেন, এ সংঘাতের কেন্দ্রে রয়েছে 'পরমাণু প্রশ্ন'।
'ইরান বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরে করছে না। তবে স্বীকার করা উচিত যে, এখানে আস্থার সংকট রয়েছে,' বলেন গুতেরেস। তিনি আরও বলেন, 'আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি।'
খবরটি শেয়ার করুন