বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা *** ভোটের দিন গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি ইসির *** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর

সুযোগ পেয়েও কাজে না লাগানোয় মাশরাফীর ক্ষোভ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলার হাতছানি। ১২ ওভার ১ বলে করতে হতো ১১৬ রান। অথচ সেই সুযোগটি নেয়নি বাংলাদেশ। এমনকি আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে ৮ রানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে টাইগাররা।

এমন হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তজা।

তিনি লিখেছেন, ‘এই ম্যাচ ১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের। আর সেটি করতে গিয়ে যদি ৫০ রানেও অলআউট হতো দল দর্শকরা সেটিকে সহজভাবে নিত।’

আরো পড়ুন : দেশের মানুষকে কষ্ট দিয়েছি, দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি : শান্ত

তিনি আরও লিখেছেন, ‘আর যদি এই ম্যাচ জিততাম, বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের কাছে। এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখব ইনশা আল্লাহ।’

আসরে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি করেন লিটন দাস। ৪৯ বলে অপরাজিত ছিলেন ৫৪ রানে। এ নিয়ে মাশরাফী লিখেছেন, ‘লিটনের ইনটেন্ট আর নন স্ট্রাইকের নীরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না। আর যদি থেকেই থাকে তাহলে এক বলার দুই ওভার পরপর পরিবর্তন হয়েছে, যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে, স্রেফ ম্যাচটা জিতি।

প্রথমবারের সেমিফাইনাল নিশ্চিত করা আফগানদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন আফগানদের, কি দারুণ তাদের শারীরিক ভাষা, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন। নিশ্চই কাবুল এখন কাঁপছে।’

এস/ আই.কে.জে/

মাশরাফী বিন মোর্তজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন