ছবি: সংগৃহীত
ইউক্রেনে
যে কোনো যুদ্ধবিরতি কার্যকরে
আমেরিকাকে ‘রক্ষাকবচ হিসেবে কাজ করার’ অনুরোধ জানাতে বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) দেশটির
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ব্রিটেনের
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এটিই ইউক্রেনে আবার
আক্রমণ করা থেকে রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিরত রাখবে বলে
মনে করছেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে
এসব তথ্য জানা গেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আমেরিকা সফরের পর স্টারমার বুধবার (২৬শে ফেব্রুয়ারি) রাতে ওয়াশিংটনে পৌঁছান। এমন এক সময় তিনি দেশটিতে গেলেন, যখন আমেরিকা ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে ইউরোপজুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে পুতিনের সঙ্গে আলোচনার পর আমেরিকার প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাপ-আলোচনা যদি সফলভাবে যুদ্ধের অবসান ঘটাতে পারে, তবে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপের। আর এ সংক্রান্ত প্রস্তাবে সামনে থেকে কাজ করছে যুক্তরাজ্য ও ফ্রান্স।
হা.শা./কেবি
খবরটি শেয়ার করুন