সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

ইউএনওকে দেখে কমে গেল তরমুজ-পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে হঠাৎ গোয়ালন্দ বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। শুক্রবার (১৫ই মার্চ) দুপুরে হঠাৎ বাজারে ইউএনওকে দেখেই আকস্মিকভাবে কমে যায় তরমুজ, পেঁয়াজ, লেবুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম।

আরো পড়ুন : রমজানে ৫০ টাকায় মিলছে গরুর মাংস!

জানা গেছে, রোজার শুরু থেকেই বাজারে ৮০ থেকে ৯০ টাকা করে পেঁয়াজ, ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে তরমুজ ও এক হালি লেবু ৫০ টাকা দরে বিক্রি করে আসছিলেন ব্যবসায়ীরা। কিন্তু বাজার মনিটরিংয়ে ম্যাজিস্ট্রেট আসার খবরে কমে যায় প্রায় সব ধরনের পণ্যের দাম। এ সময় ৮০ টাকা কেজির তরমুজ ৫০ থেকে ৬০ টাকা, ৮০ থেকে ৯০ টাকা কেজি দরের পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা ও ৫০ টাকা হালি লেবুর দাম ৩০ থেকে ৪০ টাকা হয়ে যায়।

এ সময় ইউএনও বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেন এবং একটি ফলের দোকানে রশিদ না থাকা এবং বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে ১ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছিল গোয়ালন্দ বাজারের কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছিল। তাই বাজারে দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এস/ আই. কে. জে/ 

ইউএনও তরমুজ-পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন